শেষ মুহূর্তের কেনাকাটায় জমজমাট মানিকগঞ্জের মার্কেট গুলো

আর মাত্র একদিন পরেই মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব  ঈদুল আযহা। আর এই  ঈদুল আযহাকে ঘিরে মানিকগঞ্জের সকল শপিংমলে ঈদ শপিংয়ের কেনাকাটার ধূম পড়েছে। বিগত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে, স্বস্তিতে কেনাকাটা  করতে পারেনি সাধারণ মানুষ। আজ বৃহস্পতিবার বৃষ্টি না থাকায় দুপুরের পর  থেকেই সাধারণ মানুষ কেনাকাটার জন্য মানিকগঞ্জের বিভিন্ন শপিং মহলে এদের শপিংয়ের জন্য ভিড় জমাতে শুরু করে। নারী-পুরুষ শিশুসহ সকল বয়সের মানুষের ছিল লক্ষণীয়। সকলেই তাদের পছন্দের ঈদের প্রিয় এদের পোশাক  কেনার জন্য ভিড় জম মানিকগঞ্জ শহর এবং বাসস্ট্যান্ডের বিভিন্ন শপিং মহল গুলোতে। মানিকগঞ্জ শহরের তৃপ্তি প্লাজ এবং আশেপাশের শপিং মল গুলো সহ, পৌর সুপারমার্কেট, সিদ্দিক খান সুপার মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ছিল  লক্ষণীয়। আগামীকাল শুক্রবার ক্রেতাদের ভিড় আরো বেশি থাকবে  বলে আশা করছে বিক্রেতারা। ঈদের আগের এই দুই দিন গভীর রাত পর্যন্ত সকল শপিং মল খোলা থাকবে। মানিকগঞ্জ পরি ফ্যাশনের মালিক মোহাম্মদ ইলিয়াস হোসেন জানান, ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আযহা বেচাকেনা কম হলেও, ঈদুল আযহার আগের পাঁচ দিন বেচাকেনা থাকে প্রচুর পরিমাণে। তাই আজ থেকে ঈদের চাঁদ রাত পর্যন্ত ক্রেতাদের আগমন ও বেচাকেনা থাকবে উপচেপরা ভিড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial