বাংলাদেশ সেনাবাহিনী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ছাত্র তূর্য্য’র,ন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশিপে পৌঁছানোর গল্প

ইনকিয়াদ আহম্মেদ রাফিন 
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষের ছাত্র তূর্য্য রায় । গত ৯-১১ই মে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, মিরপুর, ঢাকা তে – ২৯তম ন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশিপ এ খুলনা বিভাগ থেকে অংশগ্রহণকারী। ইঞ্জিনিয়ারিং লেখাপড়ার ব্যস্ততার মাঝেও ফাকা সময় এর মধ্যে দৃঢ় সংকল্প ও অনুশীলন এর মাধ্যমে খুলনার ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশন কর্তৃক পৌঁছায়  ২৯তম কারাতে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে। তূর্য্য’র কারাতে জগতে পদার্পণ হয় ২০২১ সালে যশোর জেলার, ঝিকরগাছা থানার, বাংলাদেশ কারাতে অর্গানাইজেশন নামক ক্লাবের মাধ্যমে। লেখাপড়ার কারণে কারাতে তে তেমন সময় দিতে না পারায় কোন ন্যাশনাল টুর্নামেন্টে এ অংশগ্রহণ করার সুযোগ হয়ে ওঠেনি। অবশেষে ২০২৫ সালে দীর্ঘ ৪ বছর পর অনুশীলন এর মাধ্যমে ন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশিপে পৌঁছায় তূর্য্য। শেষ পর্যন্ত বিজয়ী হতে না পারলেও এই চ্যাম্পিয়নশিপ এ তার পথটা ছিল বেশ কঠিন ও রোমাঞ্চকর। প্রতিযোগী হিসেবে ছিল বাংলাদেশ সেনাবাহিনী, আনসার, বি.কে.এস.পি., পুলিশসহ আরও জেলা ও বিভাগ-ভিত্তিক শক্তিশালী দল সমূহ। ১১ই মে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এর উপস্থিতিতে বিজয়ীদের হাতে ট্রফি ও সার্টিফিকেট তুলে দেয়ার মাধ্যমে শেষ হয় ২৯তম ন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশিপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial