অটোরিকশা বিক্রি নিষিদ্ধে ৭ দিনের আলটিমেটাম

অটোরিকশা উৎপাদন ও বিক্রি নিষিদ্ধে সাত দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। একই সঙ্গে অটোরিকশার যন্ত্রাংশ আমদানি বন্ধের দাবি করা হয়েছে। নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) পক্ষ থেকে এসব দাবি জানিয়ে সরকারকে সাত দিনের আলটিমেটাম দেওয়া হয়।

আজ রবিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানান সংঠনটির নেতারা।

এসব দাবি না মানলে সাত দিন পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।সংবাদ সম্মেলনে নিসআর সভাপতি আব্দুল্লাহ মেহেদি দীপ্ত বলেন, অধিকাংশ দুর্ঘটনার জন্য অটোরিকশা দায়ী। শুধু দুর্ঘটনা নয়, সড়কে যানজটেরও বড় কারণ এসব যান। সাত দিনের মধ্যে অটোরিকশার যন্ত্রাংশ আমদানি, অটোরিকশা উৎপাদন ও বিক্রি বন্ধ করতে হবে।

সড়ক-মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণা করতে হবে।
এ সময় অটোরিকশা চালকদের বাস ও হিউম্যান হলারের চালক হিসেবে পুনর্বাসনের দাবি জানানো হয়।অটোরিকশার জন‍্য গড়ে ওঠা চার্জিং স্টেশনগুলোকে দেশের বিদ‍্যুৎ সংকটের অন‍্যতম কারণ হিসেবেও উল্লেখ করেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial