উত্তেজনার মধ্যেই পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা

কাশ্মীরে সন্ত্রাসী হামলা নিয়ে পাকিস্তান ভারত তীব্র উত্তেজনার মধ্যে এবার বিস্ফোরণে কাঁপল বেলুচিস্তান। শুক্রবার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশটিতে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ৭ জন সেনা নিহত হয়েছে বলে জানা গেছে। বেলুচিস্তানের রাজধানী কোয়েটার কাছে একটি ব্যস্ত রাস্তায় সেনাবাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটানো হয়। সূত্র: সিএন নিউজ

স্থানীয় পুলিশ সূত্রে জানিয়েছে, এই বিস্ফোরণে বেশ কয়েকজন সেনা নিহত এবং কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলের আশেপাশের দোকানপাট ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

প্রসঙ্গত, এই হামলার একদিন আগেই বেলুচিস্তানের কালাত এলাকায় আরেকটি বোমা বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়। তবে সেই হামলার দায় এখনো পর্যন্ত কেউ স্বীকার করেনি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ও সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে ‘বালুচ লিবারেশন আর্মি BLA’-সহ একাধিক জঙ্গি গোষ্ঠী। সেনা ও সরকারি স্থাপনাকে বারবার টার্গেট করছে তারা। ধারাবাহিক বোমা হামলায় গোটা অঞ্চলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial