‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ হতে যাচ্ছে দীর্ঘ ওয়েব সিরিজ

দেশের জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজন শুরু হতে যাচ্ছে। প্রায় আড়াই বছর পর আলোচিত এই ধারাবাহিকের নতুন সিজন শুরু হওয়ায় দর্শকরা ভীষণ খুশি। এরই মধ্যে ধারাবাহিকটির শুটিং শুরু হয়েছে। তবে এটিকে আর এখন ধারাবাহিক বলার সুযোগ  নেই।

ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পাবে, নতুন সিজন। তাই এটা এখন ওয়েব সিরিজ। ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর শুটিং ও অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছেন নির্মাতা কাজল আরেফিন অমি 

নতুন সিজন শুরু হচ্ছে, শোনা যাচ্ছে হেভিওয়েট কোনো অভিনেতা থাকছেন এ পর্বে?
দীর্ঘ অপেক্ষার পর ‘ব্যাচেলর পয়েন্ট’ শুরু হচ্ছে—এটাই চমক।  এর বাইরে কোনো চমক নেই।

আর হেভিওয়েট অভিনেতা বলতে তেমন কিছুই নয়। নিয়মিত অভিনয়শিল্পীরা রয়েছেন। কিছু নতুন মুখ থাকতে পারে। সব জানাব, মাত্র তো শুরু করলাম।
 

শোনা গিয়েছিল বরিশালে শুটিং করবেন? 
এখনো আমরা চূড়ান্ত করিনি বরিশালে শুটিং করব কি না, এরই মধ্যে আমরা শুটিং শুরু করেছি। আপাতত ঢাকায় করব, এখন নিকেতনে শুটিং করছি।

সিজন ৪ থেকে সিজন ৫—প্রায় আড়াই বছর পর নতুন সিজন, এত দীর্ঘ বিরতি কেন? 
দেখেন, আমি একটা সিজন শেষ করার পর সাথে সাথেই চাইলে নতুন সিজন শুরু করতে পারি। কিন্তু তাতে কোনো বৈচিত্র্যতা থাকবে না। প্রতিটি সিজনে আমি নতুন স্বাদ দেওয়ার চেষ্টা করি দর্শকদের।

এ জন্য পড়াশোনা, ভাবনা ও বিশ্লেষণ করি। সিজন ৫ করার জন্য আমার এই সময়টুকু লেগেছে, যদিও এর মাঝে অন্যান্য কাজও আমি করেছি। যেগুলো দর্শকরা দারুণভাবে গ্রহণ করেছেন। 

নতুন সিজনে নতুন কী থাকবে? 
নতুন সিজনে অনেক নতুন কিছুই রয়েছে। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর প্রথম চারটি সিজন ছিল ধারাবাহিক। সিজন ৫ সম্পূর্ণভাবে হতে যাচ্ছে বাংলা ভাষার দীর্ঘ পর্বের ওয়েব সিরিজ। ওয়েব সিরিজ আকারে করতে গিয়েই সময় বেশি লেগেছে। কেননা এই মাধ্যমের উপযোগিতা নিয়েও আমাকে ভাবতে হয়েছে।

ওয়েব সিরিজের যে দর্শক তৈরি হয়েছে তারা কি ব্যাচেলর পয়েন্ট দেখবে? 
কেন দেখবে না? যারা ইউটিউবে দেখেছে তারাও ওটিটিতে ব্যাচেলর পয়েন্ট দেখবে। এটা নিয়ে আমাকে এক ধরনের নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। আমি বিশ্বাস করি, শুধু ওয়েব সিরিজের দর্শক যে দেখবে তা নয়, অনেক নতুন দর্শকও তৈরি হবে।

সিজন ৪ শেষের পরে তো রীতিমতো উন্মাদনা দেখা গিয়েছিল, নতুন সিজন ঘোষণার পরে দর্শকদের প্রতিক্রিয়া কেমন? 
আমি যখন কিছুদিন আগে হিন্টস (ইঙ্গিত) দিয়েছিলাম তখন থেকে দর্শকরা নানাভাবে আমার সঙ্গে যোগাযোগ করে জানার চেষ্টা করছিল কবে নতুন সিজন শুরু করছি। তারা দ্রুত শুরু করার চাপও দিচ্ছিল। আর যখন সত্যি ঘোষণা দিলাম, তখন তো তারা ভীষণ খুশি। নানাভাবেই উচ্ছ্বাস প্রকাশ করছে। সেই আগের মতোই উন্মাদনা দেখা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial