প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন মির্জা ফখরুল

প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এমনটা জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম বলেন, বৈঠকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ও দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দিনক্ষণ নিয়ে কথা হয়েছে। প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট কোনো ডেডলাইন দেননি। আবারও ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন।

বিএনপি মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টার আজকের বক্তব্যে আমরা মোটেও সন্তুষ্ট নই, আমরা বলেছি সুনির্দিষ্ট রোডম্যাপ চাই। আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, ডিসেম্বরে নির্বাচনের কাট অফ আউট টাইম, এরপরে হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে।

এর আগে বুধবার দুপুর ১২টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে বিএনপির একটি প্রতিনিধি দল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিএনপির প্রতিনিধি দলে ছিলেন নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial