
রিপোর্ট: মো: রাহিম হোসেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ফিলিস্তিনের গাজায় আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
আজ ১৬ ই এপ্রিল বুধবার বেলা ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ২ নং গোবরাতলা ইউনিয়নের মহিপুর ডিগ্রি কলেজ মোড়ে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ আনুষ্ঠিত হয় । এই সময় বিক্ষোভ মিছিলটি মহিপুর মোড় প্রদক্ষিণ করে আবার মহিপুর ডিগ্রি কলেজে এসে মিলিত হয় । মিছিলটি আয়োজন করে গোবরাতলা ইউনিয়নের সকল স্তরের জনগণ ।
এই সময় বক্তব্য রাখেন মুনসেফপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হুমায়ুন কবির, মুনসেফপুর ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মোঃ আকবর আলি, মহিপুর কলেজের প্রভাষক আবুল হাসান ও মোঃ এনামুল হক, সহকারী অধ্যাপক মোসলেহ উদ্দিন ও জাবের আল মামুন সহ অত্র মোড়ের বিভিন্ন গণ্য-মান্য ব্যক্তিরা ।
বিক্ষোভ মিছিলটিতে অংশ নেয় অত্র এলাকাটির একাধিক স্কুলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার জনগণেরা ।
পরে তারা ফিলিস্তিনে যুদ্ধ বন্ধে ও ইজারাইলি সকল পণ্য বয়কটের জন্য আহ্বান জানান ।