
স্টাফ রিপোর্টার- মোঃ রাকিব হাসান
দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন এবার অভিনয় করতে যাচ্ছেন বড় বাজেটের সিনেমায়।দক্ষিণ ভারতের পুষ্পা খ্যাত সুপারস্টার আল্লু অর্জুন একের পর এক কারিসমা দেখিয়ে দর্শকদের মন কাড়ছে।যে কারিসমায় অভিনয়ের জাদু দেখিয়ে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করছে এই নায়ক।সেই সাথে নির্মাতারা নির্মাণ করছে একের পর এক বড় বাজেটের সিনেমা।
ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়েছে, আল্লু অর্জুন ব্লকবাস্টার পরিচালক অ্যাটলির সঙ্গে কাজ করতে প্রস্তুত। তাদের এই সিনেমার বাজেট ৮০০ কোটি রুপির বেশি।
আনুমানিক ৮০০ কোটি রুপির প্রকল্পটির নির্মাণ ব্যয় ২০০ কোটি রুপি ধরা হয়েছে ও ২৫০ কোটি রুপির ভিএফএক্সের ওপর ভিত্তিতে ক্যানভাস তৈরি করা হবে।
এই সিনেমার পারিশ্রমিক বাবদ আল্লু অর্জুনকে প্রায় ১৭৫ কোটি রুপি দেওয়া হচ্ছে। প্রযোজনা জায়ান্ট সান পিকচার্স এই প্রকল্পের লাভের ১৫ শতাংশ অংশীদারিত্বের চুক্তিতে রয়েছে। অন্যদিকে অ্যাটলি তার ক্যারিয়ারের ষষ্ঠ সিনেমার জন্য ১০০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন।’
মঙ্গলবার আল্লু অর্জুনের জন্মদিনে ঘোষনা করা হলো এই সিনেমার। ধারনা করা যাচ্ছে, ভারতীয় সিনেমায় এটিই দ্বিতীয় সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। ছবির গল্প শুনে হলিউড টিমও রীতিমতো চমকে গিয়েছেন তাই ধারনা করা যাচ্ছে সিনেমার গল্প ও হবে মন কাড়ার মতো।
জানা গেছে সিনেমার নির্মাতারা এটিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চান এবং একটি প্যান-ইন্ডিয়ান ব্লকবাস্টার করতে সব ধরনের চেষ্টা করবেন।’