লক্ষ্মীপুরে ট্রাক-অটোরিকশা ধাক্কায় এক নারী নিহত

লক্ষ্মীপুর-রামগতি সড়কের জমিদার হাট এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার ধাক্কা লেগে নাছিমা আক্তার (২৫) নামে এক নারী নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাছিমা রামগতি উপজেলা চরসীতা এলাকার আবদুল বারেকের স্ত্রী।

আহতরা হলো, নিহত নারীর বড় বোন ফারজানা আক্তার ও অটোরিকশা চালক। তারা দুইবোন অটোরিকশার যাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে রামগতি উপজেলার চরসীতা এলাকার বাবার বাড়ি থেকে অটোরিকশাযোগে নাসিমার স্বামীর বাড়ির দিকে যাচ্ছিলেন দুই বোন। অটোরিকশাটি জমিদারহাট এলাকায় পৌঁছলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে  ধাক্কা লেগে অটোরিকশাটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে মারা যান নাছিমা ।

এসময় অটেরিকশা চালক ও নিহতের বোন ফারজানা আক্তার গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতি হওয়ায় ফারজানা আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর হাসপাতালের চিকিৎসক ডা. কমলাশীষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে নেয়ার আগে নাছিমা আক্তারের মৃত্যু হয়েছে। আহত ফারজানা আক্তারের অবস্থায় আশংকাজনক হলে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে এক নারী মারা যায়। এসময় দুইজন আহত হয়। নিহত নারীর মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। কোন অভিযোগ না থাকলে ময়নাতদন্ত  ছাড়া নিহত নাছিমা আক্তারের দাফন করতে কোন অসুবিধা নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial