১৫ বছর পর পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে দেশে ফিরলেন আন্তর্জাতিক নৃত্যশিল্পী মোহাম্মদ দ্বীপ

নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ ১৫ বছর পর প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে লন্ডন থেকে বাংলাদেশে এসেছেন আন্তর্জাতিক নৃত্যশিল্পী মোহাম্মদ দ্বীপ। ঈদুল ফিতর উপলক্ষে দেশে ফিরে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন তিনি। তবে তার ঈদ শুধু আনন্দের নয়, বরং ভালোবাসা, দায়িত্ববোধ আর মানবিকতার এক অনন্য উদাহরণ হয়ে উঠছে।
মোহাম্মদ দ্বীপ শুধু পরিবারের একজন আদর্শ সন্তানই নন, তিনি বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে গৌরবের সঙ্গে উপস্থাপন করেছেন একজন নৃত্যশিল্পী হিসেবে। বহু বছর ধরে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে নৃত্যের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরছেন তিনি। তার অনবদ্য নৃত্যশৈলী তাকে এনে দিয়েছে অসংখ্য পুরস্কার ও সম্মাননা।
এবারের ঈদ তার জন্য বিশেষ, কারণ দীর্ঘদিন পর তিনি এটি উদযাপন করবেন পরিবারের সঙ্গে। মা, ভাই, বোন ও তাদের সন্তানদের সঙ্গে একসঙ্গে ঈদ কাটানোর আনন্দই তার কাছে সবচেয়ে বড় উপহার। তবে শুধু পরিবার নয়, বিদেশে থাকা প্রিয়জনদের কথাও ভোলেননি তিনি। লন্ডনে থাকা কাজিনের ছেলে মাহির জন্য আগেভাগেই ঈদের পোশাক কিনে দিয়ে এসেছেন।
দেশের আত্মীয়স্বজনের জন্যও লন্ডন থেকে উপহার এনেছেন তিনি। তবে সবচেয়ে বেশি যত্ন নিয়েছেন তার আদরের ছোট বোন বৃষ্টির জন্য। তার পছন্দের পারফিউমসহ বিশেষ কিছু উপহার নিয়ে এসেছেন, যা ঈদে তাকে চমকে দেবে।
শুধু আপনজনদের জন্য নয়, সমাজের অসহায় মানুষের জন্যও ভাবছেন মোহাম্মদ দ্বীপ। যাকাত ও ফিতরার টাকা তিনি আগেই গরিবদের মাঝে বিতরণ করেছেন। এবার চাঁদ রাতে ১০ জন পথশিশুকে ঈদের নতুন পোশাক উপহার দেওয়ার পরিকল্পনাও রয়েছে তার।
ঈদের পরও তার ব্যস্ত সময় কাটবে। অংশ নেবেন বিভিন্ন প্রোগ্রাম ও এওয়ার্ড শোতে। টেলিভিশন চ্যানেলগুলোতেও তার সাক্ষাৎকার দেওয়ার কথা চলছে।
সবশেষে মোহাম্মদ দ্বীপ সবার কাছে দোয়া চেয়েছেন, যেন এই ঈদ শুধু তার জন্য নয়, বরং সবার জন্য আনন্দময় হয়ে ওঠে। আল্লাহ যেন সবাইকে ঈদের খুশি ভাগ করে নেওয়ার তৌফিক দান করেন। ছুম্মা আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial