সামনে দুটি রাস্তা- হয় বিজয়, নয়তো শাহাদাত : শিবির সেক্রেটারি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেছেন, আমাদের রাহবারদের দেখানো স্বপ্ন আমাদেরকে ক্লান্ত হতে দেয়নি, ভবিষ্যতেও দিবে না। আমাদের সামনে দুটো রাস্তা- হয় বিজয়, নয়তো শাহাদাত।

বুধবার সকালে (১১ ডিসেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের পূর্ববর্তীরা আমাদেরকে বিজয়ের স্বপ্ন দেখাতেন। আমরা গভীরভাবে ভাবতাম, স্বপ্নের দিকে তাকিয়ে, দৃঢ় মনোবলে ক্লান্তিহীন প্রহর গণনা করতাম। সেই স্বপ্নই আমাদের সামনে এগিয়ে যেতে শক্তি ও সাহস জুগিয়েছে।

আমরা নবপ্রজন্মকে পরিপূর্ণ বিজয়ের স্বপ্ন দেখিয়ে যাবো। যতদিন আমাদের শিরায় রক্ত কণিকা প্রবাহমান, আমরা সবটুকু দিয়ে স্বপ্নের পথে হেটে যাবো। হয়তো কোনো এক প্রজন্ম সত্যিকার বিজয়ের স্বাদ মানবতাকে উপহার দিবেন ইনশাআল্লাহ।আমাদের রাহবারদের দেখানো স্বপ্ন আমাদেরকে ক্লান্ত হতে দেয়নি, ভবিষ্যতেও দিবে না। আমাদের সামনে দুটো রাস্তা- হয় বিজয়, নয়তো শাহাদাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial