লাইফ সাপোর্টে তামিম ইকবাল

ম্যাচ খেলতে নেমে অসুস্থ হওয়া তামিম ইকবালকে হাসপাতালে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি তিনি।

বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। বুকে ব্যথা শুরু হওয়ায় তাকে ঢাকায় আনার পরিকল্পনা করা হয়, মাঠে আসে হেলিকলপ্টারও।

কিন্তু অবস্থা বেগতিক বিধায় সেটা আর সম্ভব হয়নি, নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তামিমকে। জানা গেছে মারাত্মক হার্ট অ্যাটাক হয়েছে তার। তিনি এখন কার্ডিয়াক বিভাগে চিকিৎসাধীন।

বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বিসিবিতে পরিচালকদের জরুরি একটি মিটিং হওয়ার কথা ছিল। তামিম অসুস্থ হওয়ায় সেই মিটিং স্থগিত করা হয়েছে।

তামিমের দ্রুত সুস্থতা কামনা করেছেন লিটন কুমার দাস। ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘দ্রুত সুস্থ হন, তামিম ভাই। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। আপনার জন্য দোয়া রইল।

আরও আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial