
নওগাঁর আত্রাই থেকে চুরি হওয়া ১৩টি গরু এক বিএনপি নেতার গোয়ালঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। বগুড়ার কাহালুর কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল গফুর শাহের গোয়ালঘরে ছিল গরুগুলো।
এ ঘটনায় অভিযুক্ত ছোটন প্রামাণিক (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, শনিবার (২২ মার্চ) রাত আড়াইটার দিকে কাহালু থানা পুলিশের সহযোগিতায় নওগাঁ ডিবি পুলিশ ও আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই গরুগুলো উদ্ধার করে। গফুর উপজেলার কালাই ইউনিয়নের পিলকুঞ্জ ফকিরপাড়ার আলহাজ আবুল হোসেন ছেলে।কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, বিএনপি নেতা গফুরের বাড়ি থেকে চোরাই গরুগুলো উদ্ধার করা হয়েছে। আব্দুল গফুর এখনো পলাতক। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনা হবে।
কাহালু থানা পুলিশ জানায়, নওগাঁ জেলার আত্রাই থানা এলাকা থেকে চুরি হওয়া গরুগুলো বিএনপি নেতা গফুরের বাড়িতে পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ খবর পেয়ে কাহালু থানা পুলিশের সহযোগিতা নিয়ে সেখানে অভিযান চালায়। এ সময় ছোটন প্রামাণিক নামে একজনকে গ্রেপ্তার করা হয়।