ঢাকার দক্ষিণ জাকের পার্টি আয়োজনে পবিত্র দাওয়াতী ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মানবকথন

জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেবের নির্দেশক্রমে পবিত্র দাওয়াতীইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

আজ ১৯ শে মার্চ বুধবার বাদে জোহর ঢাকা মহানগর দক্ষিণের মতিঝিল, রমনা, পল্টন থানা জাকের পার্টি সহযোগী সংগঠনেরউদ্যোগে, সান মুন টাওয়ার সংলগ্ন মাঠে মতিঝিল থানার জাকের পার্টির সদস্য জনাব মো: হুমায়ুন কবীরের সভাপতিত্বে এইমাহফিলটি অনুষ্ঠিত হয়

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সভাপতি জনাবমমিন মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জাকের পার্টির সহসভাপতি এ্যাডভোকেট ..লুৎফুল্লাহ, সঞ্চালনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা, তথ্য সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ, পল্টন থানা জাকের পার্টির সভাপতি জনাবমোঃ শফিকুল আলম

এই সময় সভাপতিত্বের বক্তব্যে বলেন ,মহা বিপদের সামনে পরতে যাচ্ছে বাংলাদেশ,বিদেশীরা বাংলাদেশের উপর খারাপ দৃষ্টি দিচ্ছে ,যে কোন সময় আমাদের উপর আঘাত আসতে পারে। জাকের পার্টি ইসলামি ঐক্য ফ্রন্টে যোগদান করার অহবান করে

শেষে মাগরিবের আজানের পর একসাথে ইফতার গ্রহণ করা হয় এবং বিশ্ব ফাতেহা শরীফ উপলক্ষে দোয়া মোনাজাতের মাধ্যমেঅনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial