ধর্ষনের বিচার যারা চাইছে, তাদের অনেকেই আামাকে শোয়ার শর্ত দিয়েছে, তারাও কি ধর্ষক নয়- অভিনেত্রী স্বাগতা

স্টাফ রিপোর্টারঃ মোঃ রাকিব হাসান

চারদিকে যখন অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলছেন নেটিজেনরা, তখন এক গুরুতর অভিযোগ সামনে আনলেন অভিনেত্রী-গায়িকা জিনাত শানু স্বাগতা। তিনি জানালেন, তাঁর পরিচিতি এমন অনেকেই ধর্ষকের বিচার চাইছেন, যারা কিনা নিজেরাই কাজের বিনিময়ে অভিনেত্রীকে আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন।

শুক্রবার (১৪ মার্চ) ফেসবুকের এক পোস্টে স্বাগতা লিখেছেন, ‘আমার নিউজফিডে প্রচুর পুরুষকে দেখছি ধর্ষকের বিরুদ্ধে জোর প্রতিবাদ জানিয়েছে। কিন্তু এর মধ্যে অনেকেই আমাকে কাজের বিনিময়ে শোয়ার শর্ত জুড়ে দিয়েছে। রাজি হইনি বলে চিরতরে কাজের সুযোগও বন্ধ করে দিয়েছে। প্রশ্ন হচ্ছে তারাও কি ধর্ষক নয়?’
তবে কাজের বিনিময়ে যারা আপত্তিকর প্রস্তাব দিয়েছিল, তাদের নাম কিংবা সেই বিষয়ে বিস্তারিত এই পোস্টে প্রকাশ করেননি স্বাগতা।

নারীদের ওপর নির্যাতন, ধর্ষণের ঘটনায় উত্তাল গোটা দেশ। বিশেষ করে ছোট্ট শিশু আছিয়া এমন নারকীয় ঘটনার শিকার হওয়ার পর থেকেই জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ করছেন নানা শ্রেণি-পেশার মানুষ। সাধারণ মানুষ যেমন ধর্ষকদের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন, তেমনি শোবিজের অনেকেই বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিকমাধ্যমে চোখ রাখলেই সেই আঁচ পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial