পানছড়িতে ভিটামিন “এ” ক্যাপসুল কর্মসূচির উদ্ভোদন

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির পানছড়িতে ১১৫ টি কেন্দ্রে মোট ৯৩৬১ জন শিশুদের মাঝে  ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে আজ।

শনিবার (১৫ মার্চ) সকালে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা’র সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন উদ্ভোদন করেন। সকাল থেকে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানোর জন্য মায়েদের ভিড় লক্ষ্যনীয় ছিলো।

ডাক্তার অনুতোষ চাকমা বলেন, ভিটামিন “এ” ক্যাম্পেইন এর কারনে এখন আর রাতকাণা রোগ দৃশ্যমান হয়না। ৬-১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
একটি শিশুও যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে সে বিষয়ে মাইকিংসহ স্বাস্থ্যকর্মীদের তালিকা অনুসারে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানোর বিষয়টি নিশ্চিত করতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

এসময় পানছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ রাশেদুজ্জামান অলি সহ
স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক ও স্টাফগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial