
নয়ন চৌধরী মোস্তাকীম,বগুড়া জেলা প্রতিনিধি:
, দেশব্যাপী চলমান ধর্ নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল আয়োজনে সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীরা আজ শেরপুর উপজেলা বগুড়া, এবং শেষে দেশের সকল স্তরের নারীদের নিরাপত্তা ব্যবস্থা করার আহবান জানান বৈষম্য বিরোধী ছাএ।
নারী ও কন্যাশিশুদের ওপর সহিংসতা এবং ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বগুরা শেরপুর সরকারি কলেজ সহ বেসরকারি সকল কলেজের ছাএগন। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে সোমবার (১০ মার্চ) দুপুরে কলেজের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শুধু সরকারি কলেজেই নয়, একই দাবিতে উপজেলার বিভিন্ন কলেজ শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেয়।
এই মানববন্ধন কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষার্থীরা নারীর প্রতি সহিংসতা বন্ধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।