‘জয় বাংলা’ জাতীয় স্লোগান থাকছে না!

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি চলতি সপ্তাহেই হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রোববার (৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ শুনানির জন্য এমন সময় নির্ধারণ করেন।এ বিষয়ে শুনানির জন্য উপস্থাপন করা হলে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, এ মামলাটি আজ শুনানির জন্য টপে থাকার কথা ছিল। কিন্তু তা আসেনি। সেজন্য এটি দ্রুত শুনানির আবেদন করছি। আগামী বুধ অথবা বৃহস্পতিবার এ বিষয়ে শুনানির অনুরোধ করছি। আপিল বিভাগ বলেছেন, চলতি সপ্তাহেই শুনানি হয়ে যাবে।

এর আগে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয় বলে গত ২ ডিসেম্বর সুপ্রিম কোর্ট সূত্রে জানা যায়।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক জানিয়েছিলেন, ৮ ডিসেম্বর আপিল বিভাগে বিষয়টি শুনানির জন্য আসবে। এরই ধারাবাহিকতায় আজ সেটি শুনানির জন্য উঠলে সময় নির্ধারণ করেন আদালত।

২০২০ সালের ১০ মার্চ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। বাংলায় দেওয়া রায়ের আদেশের অংশে আদালত বলেন, ‘আমরা ঘোষণা করছি যে, ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান হবে।

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে ২০১৭ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদের করা রিটের শুনানি নিয়ে এ রায় দিয়েছিলেন উচ্চ আদালত।

২০২২ সালের ২০ ফেব্রুয়ারি ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন মন্ত্রিসভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial