বোর্ডের বিরুদ্ধে আদালতে যাবেন ক্রিকেটাররা!

ইংলিশ ক্রিকেটারদের বিদেশি লিগে অংশ নেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ দিতে পারে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এ এমন সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছেন ইংলিশ ক্রিকেটাররা।

এই সিদ্ধান্ত গ্রহণ করা হলে তারা ইসিবির বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি দিয়েছেন। খবর ইএসপিএনক্রিকইনফো’র

টেলিগ্রাফ তাদের প্রতিবেদনে জানিয়েছিল, ইংল্যান্ডের ঘরোয়া মৌসুম চলার সময়ে অন্য বিদেশি লিগগুলোয় খেলতে ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেওয়া হবে না। এমন নিয়ম হলে আইপিএল ছাড়া বিদেশি সব লিগে ক্রিকেটারদের অংশগ্রহণের ওপর বড় প্রভাব পড়বে।

কেন্দ্রীয় চুক্তিতে নেই, তবে কাউন্টি দলের সঙ্গে সাদা বলের চুক্তিতে আছেন, এমন অনেক ক্রিকেটারই ইসিবির সম্ভাব্য নতুন এই নিয়ম নিয়ে শঙ্কিত। তারা মনে করছেন, এমন কোনো সিদ্ধান্ত হলে তাদের খেলার সুযোগ অনেক কমে আসবে।

বিষয়টি নিয়ে তারা ইংল্যান্ডের প্রফেশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের (পিসিএ) ও হোয়াটসঅ্যাপ গ্রুপে নিজেদের মধ্যে আলোচনা করেছেন। ইংল্যান্ডের প্রফেশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান ড্যারিল মিচেল ক্রিকইনফোকে বলেছেন, ‘পিসিএর আইনি দল বর্তমান নতুন নীতিমালা বাস্তবায়নের বিষয়টি গভীরভাবে দেখছে। এই নতুন নীতি চালু হলে খেলোয়াড় ও তাদের প্রতিনিধিদের ওপর কী ধরনের সম্ভাব্য প্রভাব পড়তে পারে, সেটা বুঝতে মতামত নেওয়া হচ্ছে।’

ইসিবি অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনো এই নিয়মের ব্যাপারে কিছু জানায়নি। আগামী সপ্তাহে নতুন নীতিমালার বিষয়ে ঘোষণা আসতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial