
বিষয় – কবিতা
শিরোনাম -“একুশ আমার অহংকার ”
লেখক -আরিফুর রহমান
তারিখ – ২১-০২-২০২৫ ইং
একুশ মানেই বাংলা ভাষা,
একুশ মানেই প্রাণ।
একুশ আমার অহংকার,
একুশে ই ভাষার মান।
একুশ হল বাংলার মা,
একুশ এ দেশের মান।
একুশ আনল ফিরিয়ে,
দেশের বুকে বাংলার স্থান।
একুশ মানেই সালাম, রফিক
আরও নাম না জানা লক্ষ শহীদ।
একুশ মানেই আত্নত্যাগ
একুশ মানেই বীর সৈনিক।
একুশ মানেই বায়ান্ন,
একুশ মানেই ফেব্রুয়ারি।
এই একুশেই জীবন বাজি,
একুশে বাংলা মায়ের আজাহারি।
একুশ হল চির অম্লান,
মরেও বাঁচে বাংলা মায়ের,
লক্ষ হাজার কিংবা –
কোটি সন্তান।
একুশ হল রাজ পথে,
তাজা রক্তে রঙিন।
একুশ হল এ দেশের বুকে,
বাংলা ভাষার চিরদিন।