দীঘিনালায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ভাতা বৃদ্ধির দাবিতে অবস্থান কর্মসূচি

হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

 

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা ভাতা বৃদ্ধির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে দীঘিনালা উপজেলা পরিষদের সামনে কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা ন্যায্য ভাতা থেকে বঞ্চিত। তারা ২০% বাড়ি ভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা প্রদানের প্রজ্ঞাপন জারির দাবি জানান।

কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন রেংকার্য্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দীঘিনালা শিক্ষক সমিতির সভাপতি ঊষা আলো চাকমা তিনি বলেন,-
“আমরা সরকারের কাছে শান্তিপূর্ণভাবে দাবি জানিয়ে আসছি। যদি দ্রুত এসব দাবি পূরণ না করা হয়, তাহলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। দাবি বাস্তবায়ন না হলে আমাদের কর্মসূচি চলমান থাকবে।”

এছাড়াও বক্তব্য দেন অনাথ আশ্রম আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, হাচিনচনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর নবী মজুমদারসহ দীঘিনালার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড হলেও শিক্ষকরা আজ আর্থিক সংকটে ভুগছেন। দ্রুত দাবি মেনে না নিলে আন্দোলনের কর্মসূচি আরও জোরদার করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

কর্মসূচিতে দীঘিনালার বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial