সিলেট আবাসিক হোটেল এ অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০৪ জন গ্রেপ্তার

 

সুমন আহমদ, সিলেট প্রতিনিধিঃ

সিলেটের আবাসিক হোটেল দক্ষিন সুরমা থানাধীনকদমতলীস্থ ,হোটেল আল ইসলাম- এ অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০৩ তিন জন পুরুষ ও ০১ এক জন নারী মোট ০৪ চার জনকে আটক করা হয়।

১১-০৯-২০২৫ ইং অনুমান রাত ২ টা ৫ মিনিটের সময় অভিযান পরিচালনা করে চার জনকে গ্রেফতার করা হয়েছে।

আটককৃতরাঃ ১। মোঃরিপনমিয়া (৩৪), ২। মফিজআলী (৩৪), ৩। তুরন মিয়া (৩৭), ৪।সোনারা বেগম (৩৫) আটককৃতদের বিরুদ্ধ দক্ষিনসুরমা থানা-নন এফ আই আর নং১৭৫ ,দ্বারাসিলেট মহানগরী আইন ২০০৯ এর ৭৭ রুজু হয়।গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারী-পুরুষসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে।তিনি বলেন,শহরের হোটেল ও আবাসিক এলাকায় এ ধরনের কার্যকলাপ বন্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,সিলেট নগরীতে কিছু অসাধু হোটেল ব্যবসায়ী কক্ষ ভাড়া দেওয়ার আড়ালে অনৈতিক কার্যকলাপের সুযোগ দিচ্ছে। এর ফলে সামাজিক অবক্ষয় বাড়ছে এবং তরুণ প্রজন্ম বিপথে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,হোটেলটিতে দীর্ঘদিন ধরে অস্বাভাবিক যাতায়াত লক্ষ্য করা যাচ্ছিল।মাঝে মধ্যেই রাতের বেলায় অপরিচিত ব্যক্তিদের প্রবেশ ও প্রস্থান নিয়ে সন্দেহ ছিল আশপাশের মানুষের।পুলিশের অভিযানে এই সন্দেহের সত্যতা পাওয়া গেছে বলে মনে করছেন তারা।ওসি জিয়াউল হক আরও জানান,সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।বিশেষ করে অনৈতিক কর্মকাণ্ড,মাদক ও জুয়া সংক্রান্ত অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial