
মোহাম্মদ উল্লাহ মানবকথন সেনবাগ উপজেলা প্রতিনিধি:
#নোয়াখালীর সেনবাগের ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের মৃত আবদুল মন্নান এর বড় ছেলে, সেনবাগ বাজারের ব্যবসায়ী ও একদম সহজ সরল স্বভাবের ও সাদা মনের মানুষ মো: গোলাম মাওলা প্রতারকদের প্রলোভনে পড়ে অষ্টেলিয়া যাওয়ার লোভে ১৬,০০০০০ (ষোল লক্ষ) টাকা গত ০৮/০১/২০২৪ ইং তারিখে প্রতারক:- ১/ ডোমনাকান্দি সোবহান চেয়ারম্যানের ভাতিজা ও সেনবাগ কলেজের সাবেক ভিপি মোহন এর ছোট ভাই শফিকুল ইসলাম টিপু,২/খোন্দকার নিজাম উদ্দিন সাংবাদিক ও ৩/ নিজাম উদ্দিন এর ভাতিজা খোন্দকার পলাশ যোগসাযোগে হাতিয়ে নেয়।
তবে প্রতারক টিপু ৩,০০০০০ (তিন লক্ষ) টাকা গত জানুয়ারী-২০২৫ ইং সালে গোলাম মাওলা কে ফেরত দেয়। বাকী তের লক্ষ টাকা খোন্দকার নিজাম উদ্দিন ফেরত দিবে বলে স্টাম্পে স্বাক্ষর করে এবং সেনবাগ ইসলামী ব্যাংক এর ৪ তারিখে ৪ টা চেকে স্বাক্ষর করে দেয় কিন্তু ১ম চেক ৭,০০০০০(সাত লক্ষ) টাকা গত ১৭ মার্চ সোমবার ব্যাংকে উঠাতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ মাওলা কে বলছে তার একাউন্টে কোন টাকা নেই এবং দীর্ঘ কয়েক বছর ধরে কোন ধরনের লেনদেন হচ্ছে না। এবং তার স্বাক্ষরও মিল নেই।
#সেই সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দেশবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এ প্রতারণার বিচার চায় এবং দোষীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা জন্য বিশেষ ভাবে অনুরোধ জানান।
#বাকিটা ভূক্তভোগি গোলাম মাওলার মুখ থেকে শোনার অনুরোধ রইল।।