দিনাজপুরের ঘোড়াঘাটে ইজিবাইক ও সেচযন্ত্রসহ ৪ চোর আটক

সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের ঘোড়াঘাটে চোরাই মালামালসহ চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। চোর চক্রের কাছ থেকে দুইটি শ্যালো মেশিন, চাউল কলের হলার ও চোরাই কাজে পরিবহনের জন্য ব্যবহৃত এক ব্যাটারি চালিত ইজিবাইক উদ্ধার করা হয়েছে।

বুধবার( ৫ মার্চ) দিবাগত রাতে উপজেলার চকবামুনিয়া বিশ্বনাথপুর এলাকা থেকে স্থানীয় জনতা চোরাই মালামালসহ চোর চক্রের ৩জন সদস্যকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে । পরে আটককৃতদের স্বীকারোক্তি মতে চোরাই মালামালসহ অপর এক জনকে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন, ঘোড়াঘাট উপজেলার ছয়ঘট্টি এলাকার মৃত ইউনুছ সওদাগরের ছেলে দুলাল হোসেন (৩৪), চোপাগাড়ি এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে আবু মুসা (২৩), আবিরের পাড়া এলাকার মৃত আইনুদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৪০) ও একই এলাকার আসির উদ্দিনের ছেলে হাফিজুর রহমান (৪০)।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, জনৈক আল-আমিন সরকার নামে স্থানীয় এক ব্যক্তির চাউল কল থেকে এক রাতে পঁচিশ ও ত্রিশ হর্সের দুইটি বৈদ্যুতিক মোটর, দুইটি শ্যালো মেশিন ও চাল কলের হলার চুরি হয়ে যায়। তিনি এ বিষয়ে থানায় অভিযোগ করেন।
থানা পুলিশ এ নিয়ে তথ্যানুসন্ধানের কাজ করতে থাকে। এরি মধ্যে চোরাই একটি শ্যালো মেশিন বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাবার সময় স্থানীয়রা টের পেয়ে ৩ চোরকে আটক করে থানা পুলিশকে সোপর্দ করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সেই সাথে আরও একজন চোরকে গ্রেপ্তার ও চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial