
ইমতিয়াজ উদ্দীন, পটিয়া প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার জিরি ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে পটিয়া থানা পুলিশ আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মনজুরুল আলম (৪২) জিরি ইউনিয়নের পূর্ব জিরি সুবেদার বাড়ির হাসেম শিকদারের ছেলে। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের হামলা মামলায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ নেতা মনজুরুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার পর তাকে আদালতে পাঠানো হবে।