প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৩, ২০২৫, ৭:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৫, ১:২৮ অপরাহ্ণ
দীঘিনালায় অবৈধ বালু উত্তোলনে দুই জনকে এক লাখ টাকা জরিমানা

হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী নদী থেকে অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের অভিযোগে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
রোববার (২ নভেম্বর) দুপুরে উপজেলার কবাখালী ইউনিয়নের পাবলাখালী কলা বাগান এলাকায় অভিযান পরিচালনা করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান।
অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর ১৫(২) ধারায় আলাউদ্দিন ও শান্তি জীবন চাকমাকে মোট এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযান শেষে ইউএনও ইনামুল হাছান বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন বা পাহাড় কাটার মতো কার্যক্রম কোনোভাবেই সহ্য করা হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
Copyright © 2025 Manobkothon. All rights reserved.