প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৩, ২০২৫, ১২:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২৫, ১:২৩ অপরাহ্ণ
নওগাঁর ধামইরহাটে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ ১ জন আটক

০১ নভেম্বর( শনিবার) ০৩০০ ঘটিকায় বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলী এর নেতৃত্বে গোপন সংবাদ ভিত্তিতে একটি বিশেষ টহল দল রামচন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৬০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ০১টি মোবাইলসহ ০১ জন চোরাকারবারীকে আটক করেছে। আটক কৃত হলেন মোঃ কুরবান আলী(২৫), পিতা-মৃত আঃ সাত্তার, গ্রাম+পোস্ট+আগ্রাদ্বিগুন, থানা-ধামইরহাট, জেলা-নওগাঁ। আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে (যার মামলা নং-০১, তারিখ ০১ /১১/২৫)।
নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।
Copyright © 2025 Manobkothon. All rights reserved.