প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৫, ৪:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৫, ৯:৫০ অপরাহ্ণ
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, নজরুল বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা
![]()
মাসুম মিয়া, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের নতুন শাখা কমিটি গঠন করা হয়েছে। এতে শাহ্ বিলিয়া জুলফিকার সভাপতি ও মাসুম মিয়া সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো: আব্দুর রহিম এর অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়। নতুন নেতৃত্বের প্রতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়ে বলেন, তরুণ লেখকদের বৌদ্ধিক বিকাশ, সৃজনশীল চর্চা ও যুক্তিনির্ভর চিন্তার বিকাশে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নবগঠিত কমিটির সভাপতি শাহ্ বিলিয়া জুলফিকার বলেন, “বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম তরুণ প্রজন্মের চিন্তা, চেতনা ও কলমচর্চার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। আমরা নজরুল বিশ্ববিদ্যালয়ে যুক্তিবাদী লেখালেখি ও সচেতনতার ধারাকে আরও বিস্তৃত করতে কাজ করবো।”
সাধারণ সম্পাদক মাসুম মিয়া বলেন, “নজরুলের মানবতাবাদ ও যুক্তিবাদকে ধারণ করে আমরা লেখালেখির মাধ্যমে ইতিবাচক সামাজিক পরিবর্তনের পথে এগিয়ে যেতে চাই।”
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ২০১৮ সালে প্রতিষ্ঠিত একটি অরাজনৈতিক ও অলাভজনক লেখক সংগঠন। সংগঠনটি সৃজনশীল, সাহিত্যিক ও বিশ্লেষণধর্মী লেখালেখির বিকাশে কাজ করছে। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তরুণ লেখকদের দক্ষতা উন্নয়ন ও প্রগতিশীল চিন্তার বিকাশে ফোরামটি নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।
Copyright © 2025 Manobkothon. All rights reserved.