প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৫, ১১:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৫, ৪:০০ অপরাহ্ণ
দীঘিনালায় তারুণ্যের উৎসব ২০২৫: আন্তঃস্কুল বিতর্কে চ্যাম্পিয়ন দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়

হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা।
সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টা থেকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শুরু হওয়া প্রতিযোগিতা চলে দুপুর দুইটা পর্যন্ত। এ সময় দীঘিনালা উপজেলার ছয়টি বিদ্যালয়—উদাল বাগান উচ্চ বিদ্যালয়, দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়, বাবুছড়া উচ্চ বিদ্যালয়, মেরুং উচ্চ বিদ্যালয়, বড়াদম উচ্চ বিদ্যালয় ও তারাবনিয়া উচ্চ বিদ্যালয়—তিনটি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে।
পর্যায়ক্রমে প্রতিযোগিতার ফাইনালে উঠে আসে বাবুছড়া উচ্চ বিদ্যালয় ও দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়।
ফাইনাল পর্বের বিতর্কের বিষয় ছিল—“পাঠ্য বইয়ের চেয়ে সহশিক্ষা কার্যক্রম বেশি দরকার।” তুমুল যুক্তি-তর্কে ভরপুর এই পর্বে বিজয়ী হয় দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী তনুশ্রী ভট্টাচার্য।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি থানা অফিসার্স ইনচার্জ মোঃ জাকারিয়া এবং মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান।
বিতর্ক প্রতিযোগিতার মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোহাম্মদ মাঈনউদ্দিন।
বিচারক হিসেবে ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কামরুজ্জামান সুমন এবং দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামান।
দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনার সৃষ্টি হয়। তরুণদের মেধা ও যুক্তিবোধ বিকাশে এমন আয়োজনকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন অতিথিরা।
Copyright © 2025 Manobkothon. All rights reserved.