প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৫, ২০২৫, ৭:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২৫, ৮:১৬ পূর্বাহ্ণ
নওগাঁর ধামইরহাটে সড়ক দূর্ঘটনায় নিহত – ২ আহত -৪

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি :-
নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং ৪ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জনান ২৫ শে অক্টোবর শনিবার সকাল অনুমান ৭ টায় বিহারি নগর- পিড়লডাংগা বাইপাস রাস্তা তালঝারি নামক ডবল ব্রীজে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। গরু ব্যবসায়ীরা ভটভুটীতে গরু নিয়ে বিহারি নগর-- পিডলডাংগা বাইপাস রাস্তার হয়ে জয়পুরহাট যাওয়ার সময় তালঝারি ডবল ব্রীজে নিকটবর্তী মোটর সাইকেল আরোহীকে সাইড দিত গিয়ে নিয়ন্রন হারিয়ে ব্রীজের নিচে খাদে ভুটভুটী সহ উল্টে পডে যায়। এ সময় ভুটভুটির চালক অত্র উপজেলার আডানগর গ্রামের জয়দুল ইসলামের ছেলে মাসুদুর রহমান (৩৫) আডানগর গ্রামের নাজিম উদ্দীনের ছেলে ভুটু (৪০) ঘটনাস্হলে মারা যায় । খবর পেয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফর ইমাম পুলিশ সহ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্হলে পৌছে এবং স্হানীয়দের সহযোগিতায় ভুটভুটি চাপা পডায় লোক জনকে উদ্ধার করে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয় । আহতেরা হলেন আডানগর গ্রামের মুকুল হোসেনের ছেলে জিহাদ (২৫) ফতেপুর গ্রামের মৃত্যু কফিলউদ্দিনের ছেলে জাইধুল(৫৫) লক্ষনপাডা গ্রামের মৃত্যু আছির উদ্দীনের ছেলে নাজিম উদ্দীন (৭০)।মোটরসাইকেল চালক দিনাজপুরের জহুরুল ইসলামের ছেলে সেলিম রেজা। আহত সেলিম রিজা ও নাজিম উদ্দীনের অবস্হা আশংখ্য জনক হওয়ায়ে রাজশাহী মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয় ।
Copyright © 2025 Manobkothon. All rights reserved.