প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২১, ২০২৫, ১২:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৫, ১:১৬ অপরাহ্ণ
আইডি কার্ডধারীদের বহাল ও টি.ও লাইসেন্স প্রদানের দাবিতে দীঘিনালায় মানববন্ধন

হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালায় খুচরা সার বিক্রেতাদের আইডি কার্ডধারীদের বহাল রাখা এবং টি.ও (ট্রেড অর্গানাইজেশন) লাইসেন্স প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সংলগ্ন কৃষি অফিসের সামনে এ মানববন্ধনের আয়োজন করে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, দীঘিনালা উপজেলা শাখা। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খুচরা সার বিক্রেতারা অংশ নেন।
এ সময় মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের কোষাধ্যক্ষ খোকন চাকমা। তিনি বলেন,
“আমরা কৃষকের পাশে থেকে কাজ করি। কিন্তু নিয়ম বারবার পরিবর্তনের কারণে আমাদের জীবিকা অনিশ্চিত হয়ে পড়ছে। মাঠ পর্যায়ের বিক্রেতাদের মতামত না নিয়ে সিদ্ধান্ত নিলে আমরা টিকে থাকতে পারব না।”
সংগঠনের সভাপতি সুসসময় চাকমা বলেন,
“আমরা দীর্ঘদিন ধরে সরকারের অনুমোদিত আইডি কার্ড নিয়ে নিয়মতান্ত্রিকভাবে সার বিক্রি করছি। কৃষকদের কাছে নির্ধারিত মূল্যে সার পৌঁছে দিতে আমরা সবসময় সচেষ্ট ছিলাম। কিন্তু নতুন নীতিমালায় আমাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই পুরনো আইডি কার্ডধারীদের বহাল রেখে আমাদের সবাইকে টি.ও লাইসেন্স প্রদান করতে হবে।”
বক্তারা অভিযোগ করেন, নতুন নীতিমালার কারণে অনেক অভিজ্ঞ বিক্রেতা বাদ পড়তে পারেন, যা কৃষকদের সার প্রাপ্তিতে বাধা সৃষ্টি করবে। তারা বলেন, বছরের পর বছর সৎভাবে কাজ করা বিক্রেতাদের বাদ না দিয়ে বরং স্বীকৃতি দেওয়া প্রয়োজন।
মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, কার্যকরী কমিটির সদস্য মো. নাঈম ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা আরও জানান, দাবি আদায় না হলে তারা পরবর্তী ধাপে জেলা প্রশাসক ও কৃষি কর্মকর্তার দপ্তরে স্মারকলিপি প্রদানসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।
মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
Copyright © 2025 Manobkothon. All rights reserved.