প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২১, ২০২৫, ১২:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৫, ১:১১ অপরাহ্ণ
দীঘিনালায় গরিব ও অসহায় মানুষ ও শিক্ষার্থীদের মাঝে মানবিক সহায়তা দিল সেনাবাহিনী

হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় অসহায় মানুষ ও গরিব শিক্ষার্থীদের মাঝে আর্থিক ও শিক্ষা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।
সোমবার (২০ অক্টোবর) সকালে দীঘিনালা জোনের উদ্যোগে জোন সদর প্রাঙ্গণে আয়োজিত মানবিক সহায়তা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক, পিএসসি।
অনুষ্ঠানে অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ, একটি মাদরাসায় দুটি ফ্যান, অপর একটি মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে দুটি পানির ট্যাংক, দুটি পরিবারকে সেলাই মেশিন, এবং পিছিয়ে পড়া ১৬ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও বই বিতরণ করা হয়।
এছাড়াও অসহায় বেশ কয়েকটি পরিবারের মধ্যে মোট ১৭ বান টিন বিতরণ করা হয়।
প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক, পিএসসি বলেন—
“বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের মানুষের পাশে রয়েছে এবং থাকবে। মানবিক সহায়তার এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য।”
বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগে উপকৃত স্থানীয় জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
Copyright © 2025 Manobkothon. All rights reserved.