প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৯, ২০২৫, ১০:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২৫, ৯:২৬ পূর্বাহ্ণ
দীঘিনালায় শারদীয় দুর্গোৎসবে অনুদান দিলেন সেনা জোন কমান্ডার

হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি;
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা উদযাপন কমিটির হাতে আর্থিক সহায়তা প্রদান করেছেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক (পিএসসি)।
বুধবার (১ অক্টোবর) রাতে তিনি শ্রী শ্রী নারায়ণ মন্দির, শ্রী শ্রী পোমংপাড়া বিষ্ণু মন্দির এবং শ্রী শ্রী সনাতন শিব মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন। এর আগে গত রোববার নয়মাইল এলাকার একটি পূজামণ্ডপে অনুদান প্রদান করেছিলেন তিনি।
পরিদর্শনকালে জোন কমান্ডার পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং দুর্গোৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরে তিনি পূজা কমিটির হাতে অনুদান তুলে দেন।
শুভেচ্ছা বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক বলেন—
“দীঘিনালার নয়টি মন্দিরে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করছে। পাশাপাশি পুলিশ, আনসার, ভিডিপি এবং উপজেলা প্রশাসনও আমাদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। আশা করি, দশমীর মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব শেষ হবে। সেনাবাহিনী সবসময় মানুষের পাশে থেকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে।”
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিন্টু চৌধুরী সেনাবাহিনীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন—
“সেনাবাহিনীসহ সব বাহিনীর সহযোগিতায় আমরা দশমী উদযাপনের মধ্য দিয়ে পূজা সফলভাবে শেষ করতে যাচ্ছি। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। আগামীতেও একই সহযোগিতা আশা করছি।”
এসময় উপস্থিত ছিলেন জোন কমান্ডারের সহধর্মিণী, দীঘিনালা জোনের উপ অধিনায়ক মেজর মেহেদী হাসান (পিএসসি) ও তার সহধর্মিণী, অন্যান্য সেনা কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
Copyright © 2025 Manobkothon. All rights reserved.