প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৯, ২০২৫, ১০:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৯, ২০২৫, ১২:৩৪ অপরাহ্ণ
ধামইরহাটে দূর্গা পূজার প্রস্তুতি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ধামইরহাট(নওগাঁ) প্রতিনিধিঃ
ধামইরহাটে দূর্গাপূজার প্রস্তুতি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পূজা উদযাপন ফ্রন্ট ধামইরহাট শাখার আয়োজনে ২৯ আগষ্ট শুক্রবার বেলা ১১টায় ধামইরহাট ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পূজা উদযাপন কমিটির সভাপতি মহেশ পাল। সাধারন সম্পাদক জয় সাহার সঞ্চালনায় পূজার নিরাপত্তা, যোগাযোগ সহ শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের সার্বিক দিক নিয়ে বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি উপজেলা বিএনপি'র সাঃ সম্পাদক মোঃ হানজালা, বিশেষ অতিথি পৌর বিএনপি'র সাঃ সম্পাদক আনারুল ইসলাম। এছাড়াও ইনশিরা সার্বজনিন দূর্গা মন্দিরের সাঃ সম্পাদক বেনু মহন্ত সহ বিভিন্ন মন্দিরের সভাপতি,সম্পাদক ও প্রতিনিধিগন বক্তব্য প্রদান করেন। পূজা উদযাপন ফ্রন্টের সহ সভাপতি মোহন সাহা, সাংগঠনিক সম্পাদক রতন কুমার আগরওয়ালা এসময় উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মোঃ হানজালা বলেন, "ধামইরহাট-পত্নীতলা গনমানুষের নেতা সামসুজ্জোহা খান আমাদেরকে নির্দেশ করেছেন সনাতন ধর্মের দূর্গা পূজা সুষ্ঠ-সু-শৃংখল ও নির্বিঘ্নে -নিরাপত্তার সাথে উদযাপনে বিএনপি নেতা-কর্মীগন সবকিছু করতে প্রস্তুত থাকবে।"
Copyright © 2025 Manobkothon. All rights reserved.