প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৯, ২০২৫, ১০:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৫, ৭:১৬ অপরাহ্ণ
যশোরে বাস দুর্ঘটনায় বাবা হাসপাতালের বেডে মেয়ে মর্গে

ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের চৌগাছায় বাসচাপায় বাবা মেয়ে হতাহত হয়েছে। আহত বাবা রয়েছেন হাসপাতালের বেডে। আর অনার্স পড়ুয়া নিহত মেয়ে রয়েছে হাসপাতাল মর্গে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আজ সকাল ৯ টায় যশোরের চৌগাছা বাজারের ব্রিজ সংলগ্ন এলাকায়।
প্রত্যক্ষদর্শীয় পুলিশ সূত্রে জানা গেছে, মুহিদুল ইসলাম মৃধা ও তার মেয়ে আফিয়া ইসলাম মৃধা জমি রেজিস্ট্রি করার জন্য কংশারীপুর থেকে পায়ে হেটে চৌগাছা বাজারের দিকে যাচ্ছিলেন। তারা বাজারের ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে মহেশপুর থেকে ছেড়ে আসা চৌগাছাগামি একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই নিহত হয় মেয়ে আফিয়া ইসলাম মৃধা। গুরুতর আহত হয় পিতা মহিদুল ইসলাম মৃধা। আফিয়া অনার্স শেষ বর্ষের ছাত্রী। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মহিদুল ইসলাম একটি জমি ক্রয় করেন। আজ সেই জমি রেজিস্ট্রি করার জন্য তারা চৌগাছা রেজিস্ট্রি অফিসে যাচ্ছিলেন। এ ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতক বাসটি কে আটক করতে পারেনি পুলিশ।
Copyright © 2025 Manobkothon. All rights reserved.