প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২০, ২০২৫, ১১:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৫, ৪:৫৪ পূর্বাহ্ণ
গফরগাঁওয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পেয়ারা গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার
![]()
ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামে আমেনা আক্তার (৩৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে বাড়ির পাশে একটি পেয়ারা গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আমেনা আক্তার ওই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের মেয়ে এবং ভালুকা উপজেলার ধলিয়া গ্রামের শাহজাহান মিয়ার স্ত্রী। এ দম্পতির দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
নিহতের পরিবার জানায়, আমেনা দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। এক মাস আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আনা হয়।
নিহতের বড় ভাই মো. মোস্তফা বলেন, “মঙ্গলবার ভোরে বোনকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। পরে বাড়ির পাশের একটি পেয়ারা গাছে উড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পাই।”
খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, “পরিবারের দাবি, তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Copyright © 2025 Manobkothon. All rights reserved.