প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২০, ২০২৫, ১:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৫, ৪:৫৩ পূর্বাহ্ণ
ঝিকরগাছায় পিকআপ ভ্যানের সংঘর্ষে আহত ৪

ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছায় লাউজানি রেলক্রসিং সংলগ্ন মহাসড়কে দুইটি মোটরচালিত ভ্যান ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালকসহ চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন শহিদুল ইসলাম (৭০), পিতা সেকেন্দার, নবীননগর, গদখালী এলাকার বাসিন্দা ও ভ্যানচালক; মো. সাদ্দাম হোসেন (৫০), পিতা- মো. আবুল কাশেম, কদমবাড়িয়া, থানা- মনিরামপুর; নুর ইসলাম (৫০), পিতা- আনী মল্লিক, পুরন্দপুর, থানা- ঝিকরগাছা; এবং আশিকুর রহমান (৩২), পিতা- হাবিবুর রহমান, শরিফপুর, থানা- ঝিকরগাছা।
প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে ছেড়ে আসা দুটি মোটরচালিত ভ্যান যাত্রী ও কাঁচামাল বহন করে লাউজানি রেলক্রসিং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান দুটির ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানের আরোহীরা সড়কের উপর পড়ে গিয়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ বিষয়ে নাভারন হাইওয়ে পুলিশের ওসি রোকনুজ্জামান বলেন, ঘাতক পিকআপ থানায় আটক রয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2025 Manobkothon. All rights reserved.