প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২২, ২০২৫, ১২:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২৫, ৫:৪৭ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের স্বেচ্ছাসেবকদল নেতা ইলিয়াস হোসেন আউয়ার বাজারের ওষুধ ব্যবসায়ী ও ইউনিয়ন যুবদল সদস্য সচিব গ্রাম ডাক্তার মোঃ মহাসিন এর উপর হামলা করেন।
জানা গেছে গত ২৭ মার্চ বৃহস্পতিবার সৈয়দকাঠি ইউনিয়নের জেলেদের মাঝে চাল বিতরণ করার সময় নির্ধারিত চালের চেয়ে কম চাল বিতরণ করায় প্রকৃত জেলেরা চাল না পাওয়ায় মোঃ মহসিন এর কাছে জানালে তিনি তার প্রতিবাদ করে। এর এক পর্যায় মোঃ মহাসিনের সাথে ও চাল কম বিতরনের সিন্ডিকেটের সাথে জড়িত থাকা মসজিদ বাড়ির ইলিয়াস হোসেনের বাকবিতণ্ডার সৃষ্টি হয়। বিষয়টি বাজার কমিটি ও ইউনিয়ন বিএনপির সভাপতি উভয়পক্ষকে নিয়ে মীমাংসার আশ্বাস দেয়। কিন্তু ইলিয়াস হোসেন সন্ধ্যার পর ২০০ এর অধিক লোকজন নিয়ে মোঃ মহসিন এর ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে এবং মহসিনকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে বেধড়কভাবে পিটিয়ে আহত করে এবং তার দোকান লুটপাট করে । স্থানীয় জনতা মহসিনকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে তার শারীরিক অবস্থার অবনতি হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে ২৯ মার্চ দুপুর ১২ ঘটিকায় আউয়ার বাজার ও মহাসিনের দোকানের সামনে মহসিনের সমর্থক গোষ্ঠী মানববন্ধন করেন এবং মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। মানববন্ধনে মহসিন এর স্ত্রী ও মেয়ে জানায় ইউনিয়ন বি এন পির সভাপতিসহ অন্যান্য নেতারা বিষয়টি নিয়ে মীমাংসা করবেন বলে আশ্বস্থ করা সত্ত্বেও কিভাবে তারা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায় এবং মহসিনকে বেধরক মারধর করে। তারা আরো বলেন তাদের দোকানে থাকা নগদ পাঁচ লক্ষ টাকা হামলাকারীরা নিয়ে যায় এবং অধিকাংশ ওষুধপত্র নষ্ট করে ফেলে। তারা পুলিশ প্রশাসনের নিকট সুষ্ঠু বিচার দাবি করেন এবং বানারীপাড়া ও উজিরপুর (বরিশাল-২) আসনের বিএনপি'র সংসদ সদস্য প্রার্থী এস শরফুদ্দিন আহমেদ সান্টুর নিকট দুর্দিনে দলের ত্যাগী কর্মীদের পাশে থাকার আহ্বান করেন।
Copyright © 2025 Manobkothon. All rights reserved.