মোঃ সালাউদ্দীন মুন্না, চট্টগ্রাম (হাটহাজারী) প্রতিনিধিঃ
আকাশে চাঁদ দেখা দিলে আগামীকাল ঈদ। এখনো যাদের কেনাকাটা শেষ হয়নি, তারা কেনাকাটায় খুব ব্যস্ত। হাটহাজারীর উপজেলা ১৫ টি ইউনিয়নে নাজিরহাট বাজার, কাটিরহাট বাজার, মনিয়াপুকুর বাজার, সরকারহাট বাজার, হাটহাজারী সদর বাজার এই ৫ টি বাজার উল্লেখযোগ্য ঈদ উৎসবে কেনাকাটার জন্য সুপরিচিত। অন্যান্য দিনের তুলনায় ঈদ বাজার উপলক্ষে হাটহাজারী পৌরসভা অংশে কাচারী রোড থেকে পূর্বে পার্বতী উচ্চ বিদ্যালয় পর্যন্ত সার্বক্ষণিক ভীড় দেখা যাচ্ছে। ক্রেতারা উৎসাহের সাথে তাদের পছন্দের জামাটি কিনছেন। মির্জাপুর ইউনিয়নে অবস্থিত উত্তর চট্টলার সর্ববৃহৎ শপিং মল গণি শপিং কমপ্লেক্সে সন্ধার পর থেকে অতিরিক্ত উপছে পড়া ভীড়। ক্রেতা-বিক্রেতারা উভয় খুশি। শাহীন নামের ক্রেতা প্রতিবেদককে জানান, মোটামুটি প্রাইজ রিজেনবল আছে। তাই স্বাচ্ছন্দ্য কেনাকাটা করছেন। বিক্রেতা সাহাবুদ্দীন বলেন, বিক্রয় ভালো হচ্ছে। বিশেষ করে ক্রেতারা সামনের গরম দিন চিন্তা করে কাপড় কিনছেন। এ ক্ষেত্রে সুতি কাপড় চাহিদা বেশি। ফরহাদাবাদ ইউনিয়নে নাজিরহাট বাজার ঘুরে দেখা যায় সিটি সেন্টার কমপ্লেক্সে ঢুকতে ভীড় ঠেলে সামনে যাওয়া কঠিন। এভাবে চলছে ঈদ বাজার।