বিনোদন ডেস্ক - মোঃ রাকিব হাসান
অবশেষে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঈদে মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘"বরবাদ"।
চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী নওশাবা বলেন -
দুপুরে আমরা বরবাদ সিনেমাটি দেখে সার্টিফিকেশন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মুক্তির অনুমতি দিয়েছি।প্রত্যেক সিনেমার জন্য কিছু না কিছু সংশোধনী থাকে।আমরা সৃজনশীলতার দিকে বেশি নজর দিয়েছি। বরবাদ দেখে মনে হয়েছে, এটা ভালো ও ব্যবসাসফল একটা সিনেমা হবে।
এর আগে বরবাদের কিছু দৃশ্যের বিষয়ে আপত্তি থাকায় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ফেরত আসে । দৃশ্যগুলো সম্পাদনা করে আজ মঙ্গলবার পুনরায় ছাড়পত্রের জন্য জমা পড়ে। অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে সিনেমাটি।
শাকিব খানের " বরবাদ" সিনেমার পরিচালনায় ছিলেন মেহেদি হাসান হৃদয়। সিনেমায় শাকিবের সাথে জুটি বাদছেন ইধিকা পাল। এ সিনেমায় আরো অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, মামুনুর রশীদ,ফজলুর রহমান বাবু প্রমুখ। একটি আইটেম গানে থাকবেন কলকাতার নায়িকা নুসরাত জাহান। ছবির বড় অংশের শুটিং হয়েছে ভারতের মহারাষ্ট্রে।
জানা গেছে, সিনেমাটিকে ইউ গ্রেডে সনদপত্র দেওয়া হচ্ছে।