গফরগাঁও(ময়মনসিংহ) প্রতিনিধি,
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের তললী এলাকায় একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ মার্চ) বিকেলে স্থানীয়রা পুকুরে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন।
পাগলা থানার ওসি (অফিসার ইনচার্জ) জানিয়েছেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। লাশটি পচে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়দের প্রতিক্রিয়া ও তদন্তের অগ্রগতি
এলাকাবাসীর অনেকে ধারণা করছেন, নিহত নারীকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হতে পারে। তবে পুলিশ জানিয়েছে, এটি হত্যা নাকি দুর্ঘটনা, তা নিশ্চিত হতে তদন্ত চলছে। আশপাশের থানাগুলোতে নিখোঁজ সংক্রান্ত কোনো তথ্য আছে কিনা, তাও যাচাই করা হচ্ছে।
এদিকে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে জলাশয় থেকে মরদেহ উদ্ধারের ঘটনা বাড়ছে, যা জনমনে উদ্বেগের সৃষ্টি করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ ঘটনায় কেউ কোনো তথ্য জানতে পারলে পুলিশকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।