মাহমুদুল হাসান
ময়মনসিংহ প্রতিনিধিঃ
সোমবার মধ্যরাতে হালুয়াঘাট উপজেলা প্রশাসন ও হালুয়াঘাট থানা পুলিশের যৌথ অভিযানে পশ্চিম কালিয়ানিকান্দা এলাকায় ভারত থেকে আমদানি করা ১৫৪ বস্তা জিরা ও ২১ শত পিস সাবান জব্দ করা হয়।
অভিযানের পেছনের সূত্র:
গোপন সংবাদের ভিত্তিতে, রাতের অন্ধকারে খবর পাওয়া যায়, কালিয়ানিকান্দার একটি এলাকায় মৃত আলাল উদ্দিনের ছেলে মেঘরাজের বাড়িতে বিপুল পরিমাণ ভারতীয় জিরা মুজুদ রয়েছে। সেই অনুসন্ধানে স্থানটি টার্গেট করে অভিযানে নেমে পড়া হয়।
জব্দ কার্যক্রম ও সংহত ধামাকা:
অভিযানের সময় জানা যায়, ১৫৪ বস্তা জিরার মধ্যে কিছু বস্তা উন্মুক্ত অবস্থায় রাখা ছিল। অপারেশনের সময় পুলিশ ও প্রশাসন মিলিত হয়ে ৩০ কেজি করে জিরা সহ ৩ টি বস্তায় প্রায় ২১ শত পিস সাবান জব্দ করে, যার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকার আশেপাশে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, "খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে যৌথ অভিযানে নেমে পড়ি। জিরার বেশ কিছু বস্তা উন্মুক্ত অবস্থায় থাকায় চোরাকারবারীরা পালিয়ে যায়।" তিনি আরও বলেন, "এই ঘটনার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীনূর খানও উল্লেখ করেন, "যার বাড়িতে এসব অবৈধ আমদানিকারিত পণ্য পাওয়া গেছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আমরা এ ধরনের অভিযান অব্যাহত রাখব।"
অভিযানে যেসব চোরাকারবারীরা পালিয়ে গেছেন, তাদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে নেওয়া হচ্ছে। আইনানুগ কার্যক্রম দ্রুত অগ্রসর হচ্ছে বলে স্থানীয় প্রশাসন ও থানার কর্মীরা আশ্বাস দিয়েছেন।
এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে নিশ্চিত করে হালুয়াঘাট প্রশাসন, যাতে অবৈধ আমদানি ও জালিয়াতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া যায়।