চাপাইনবয়াবগঞ্জ জেলা জাকের পার্টির দাওয়াতি আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত।
জাকের পার্টির মূল দল ও সকল সহযোগী সংগঠনের উদ্যেগে, আসন্ন মহা পবিত্র বিশ্ব ইসলামী মহা সম্মেলন, ২০২৫ ইং উপলক্ষে চাপাইনবয়াবগঞ্জ জেলা দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত হয়। চাপাইনবয়াবগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত মাহফিলে হাজার হাজারধর্মপ্রিয় মুসলমানের সমগাম হয়।
প্রধান অতিথি: হিসেবে উপস্থিত ছিলেন জনাব হুমায়ুন কবির সদস্য জাতীয় স্থায়ী কমিটি,জাকের পার্টি।
বিশেষ অথিতি: জনাব রুহুল আমিন সিকদার ( এমিল) কেন্দ্রীয় সহ– সাধারণ সম্পাদক জাকের পার্টি ছাত্র ফ্রন্ট
প্রধান বক্তা: মুফতী কাউসার আহমেদ (চাঁদপুরী) কেন্দ্রীয় সাধারন সম্পাদক জাকের পার্টি তালাবা ফ্রন্ট
সভাপতিত্ব করেন: জনাব,মোঃ বাবুল হোসেন
ওয়াজ করেন: জাকের পার্টি,ওলামা ফ্রন্ট, যুব ওলামা ফ্রন্ট, এবং তালাবা ফ্রন্টের সদস্য গন।