সুমন আহমদ মানবকথন প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৪ মার্চ) রাত সোয়া ১০টার দিকে জগন্নাথপুর থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক কারবারি মোঃ সাদেক মিয়া ওরফে সাদুকে (৪৫) গ্রেফতার করে। তিনি জগন্নাথপুর থানার রানীনগর গ্রামের বাসিন্দা,
এই অভিযানের নেতৃত্ব দেন জগন্নাথপুর থানার এসআই রফিজুল মিয়া। তার সঙ্গে ছিলেন থানার অন্যান্য পুলিশ সদস্যরা। অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তির বসতঘর থেকে ৩০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সাদেক মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমীন গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে মানবকথন কে বলেন :- গোপন সংবাদ ভিত্তিতে আমরা খবর পেয়ে অভিযান পরিচালনা করে মাদক কারবারি মোঃ সাদেক মিয়া ওরফে সাদুকে (৪৫) গ্রেফতার করতে সক্ষম হই।