ফরিদপুরের সদরপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় আশরাফুল আলম আশিক (২৩) নামে এক যুবক নিহত হয়েছে। সে উপজেলার দশ হাজার গ্রামের ফজলুর রশীদ মুন্সীর পুত্র। নিহত আশরাফুলের স্ত্রী ও এক বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টায় ২ নং উপজেলা পরিষদ মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আশরাফুল দ্রুত গতিতে মোটর সাইকেল চালিয়ে হাসপাতাল মোড়ের দিকে যাচ্ছিলেন,২নং উপজেলা পরিষদ মার্কেটের সামনে এলে হঠাৎ করে একটি ইলেকট্রিক পোস্টের সাথে সজোরে ধাক্কা লেগে মাটিতে পড়ে যান এবং প্রচন্ড রক্তক্ষরণ হয়,দ্রুত সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা এস এম নুরুজ্জামান মুন্সী নাগরিক ভাবনাকে বলেন,আশরাফুল সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়,আনুমানিক সাড়ে ৮ টার দিকে মোবাইলে দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসি।
সদরপুর থানার ভারপ্রাপ্ত অফিসার আব্দুল মোতালেব বলেন,একটি দুর্ঘটনার খবর পেয়েছি,সদরপুর থানার এস.আই (নিরস্ত্র) মোঃ রাসেল শেখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।