
ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
ঝিকরগাছা জামায়াতে ইসলামী যুব বিভাগের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। ১১জুলাই শুক্রবার দিনব্যাপী যুব বিভাগ (বাঁকুড়া -জে কাটি) ৯ নং ওয়ার্ডের আয়োজনে বাঁকুড়া জে-কাটি মাদ্রাসা প্রাঙ্গনে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
“সুস্থ দেহ সুন্দর মন” দ্বীন কায়েমের আন্দোলন “এই স্লোগানে দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট বিভিন্ন টিমে ভাগ করে খেলা অনুষ্ঠিত হয়। ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে এ জন্য যুব সমাজকে খেলাধুলার প্রতি বেশি পরিমাণে সম্পৃক্ত থাকতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি আব্দুর রকিম,উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিজানুর রহমান, ঝিকরগাছা উপজেলা যুব বিভাগের সভাপতি আবিদুর রহমান, সেক্রেটারি হাফেজ মাওলানা রেজাউল ইসলাম, শংকরপুর ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক আবুল বাশার,সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নিসার উদদীন, জামিরুল ইসলাম, সেক্রেটারি সাবেক মেম্বার হাফেজ ফয়জুর রহমান। এ ছাড়া ফুটবল টুর্নামেন্টে যুব বিভাগের নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ফুটবল টুর্নামেন্টে যুব বিভাগের পক্ষ থেকে৫০০ যুবকদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। উক্ত প্রীতি খেলাকে এলাকাবাসী আন্তরিক সাধুবাদ জানিয়েছে।