ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে আজ প্রধান উপদেষ্টার বৈঠক

ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে আজ বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এ নিয়ে এক ব্রিফিংয়ে জনকূটনীতি বিভাগের মহাপরিচালক রফিকুল আলম জানিয়েছিলেন, ইউ’র ২৭ দেশ ছাড়াও আরও একটি দেশের রাষ্ট্রদূত অংশগ্রহণ করবেন এই বৈঠকে।

আলোচনায় জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলা ও রোহিঙ্গা ইস্যু প্রধান্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা হবে বলে জানা গেছে। আলোচনা হবে অর্থনৈতিক খাতে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তিসহ নানা ইস্যুতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial