মে মাস থেকে হর্ন বাজালেই ফাইন: পরিবেশ উপদেষ্টা

হর্ন বাজানো বন্ধে দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করার আহবান জানিয়েছেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। পরিবেশবাদী সংগঠনগুলোর উদ্যোগে শিক্ষার্থীরা বিভিন্ন আকর্ষণীয় পোশাক পরে রাস্তায় দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে হর্নের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করবে এটাই তিনি তুলে ধরেন।

রাজধানী ঢাকায় ইতোমধ্যে কয়েকটি স্পটে এই কর্মসূচি শুরু হয়েছে, যেখানে শিশুরা কাকতাড়ুয়া সাজে দাঁড়িয়ে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করছে। উপদেষ্টার মতে, যদি প্রতিটি বিভাগে একবার করে এই কার্যক্রম পরিচালিত হয়, তবে মানুষের মনস্তত্ত্বে এটি গভীরভাবে প্রভাব ফেলবে এবং হর্ন বাজানোর বিরুদ্ধে একটি ইতিবাচক পরিবর্তন আসবে।

 উপদেষ্টা রিজওয়ানা হাসান জানিয়েছেন, পরিবহন মালিকদের সাথেও আলোচনা করে তাদের সচেতন করা হবে। আগামী মে মাস থেকে আইন অনুযায়ী হর্ন বাজানোর বিরুদ্ধে জরিমানা কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে যে কোনো ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছে। তিনি আহ্বান জানিয়েছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় শব্দদূষণ কমিয়ে একটি বাসযোগ্য শহর গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial