কত কোটিতে বিক্রি শোভিতা-নাগার বিয়ের ভিডিও?

বিয়ে আগামী সপ্তাহে। কিন্তু নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার বিয়ের অনুষ্ঠান শুরু হল শুক্রবার থেকে। গতকাল একেবারে দক্ষিণী রীতি অনুযায়ী গায়েহলুদ সারলেন যুগলে। হয়েছে মঙ্গলস্নানও। জুটির ছবিও প্রকাশ্যে এসেছে। ৪ ডিসেম্বর হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে বসবে নাগা-শোভিতার বিয়ের আসর। তার আগেই প্রাক-বিবাহ অনুষ্ঠান হাজির ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়-পরিজন।

গত চার বছরের প্রেমকে অবশেষে স্বীকৃতি দিতে চলেছেন নাগা-শোভিতা। দীর্ঘ দিন ধরে জল্পনা চলছিল, কবে তাদের বিয়ে। অনুষ্ঠান সভাস্থলের খবর প্রকাশ্যে এলেও কারা নিমন্ত্রিত, কেমন আয়োজন, তার কিছুই জানা যায়নি এখনও। এরই মধ্যে গুঞ্জন, নেটফ্লিক্সের কাছে ৫০ কোটি টাকায় বিয়ের ভিডিওর স্বত্ব বিক্রি করতে চলেছেন দম্পতি। কিন্তু সত্যিই কি তাই? এই প্রসঙ্গে নাগা চৈতন্য জানান, তেমন কিছুই হচ্ছে না। বরং নাগা জানিয়েছেন, অন্নপূর্ণা স্টুডিওতে দাদুর মূর্তির সামনেই শোভিতাকে বিয়ে করবেন। দুই পরিবারের তেমনই ইচ্ছে। এই মুহূর্তে বেশ ব্যস্ত তিনি। কিন্তু সেটা পুরোটাই বিয়ের আয়োজন, অতিথিদের রাখার বন্দোবস্ত করা সে সব নিয়ে। এই মুহূর্তে ধুলিপালা ও আক্কিনেনি পরিবারের মধ্যে খুশির হাওয়া।

নাগা-শোভিতা দু’জনেই মাটির মানুষ, জানিয়েছেন ওই ঘনিষ্ঠ ব্যক্তি। তার দাবি, বিবাহ অনুষ্ঠান সাদামাঠা রাখলেও তাতে নিষ্ঠার কোনো অভাব হবে না। একটি সূত্র বলছে, ‘নেটফ্লিক্স বা অন্য কোনো প্ল্যাটফর্মে ভিডিওর স্বত্ব বিক্রি করার খবর একেবারেই ভিত্তিহীন। সত্যের সঙ্গে এর কোনো যোগ নেই। আক্কিনেনি পরিবারের রীতি মেনে নাগা-শোভিতার বিয়ে হবে পবিত্র ও আনন্দময়।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial