পবিত্র ঈদে মেরাজুন্নবী উপলক্ষে বিশ্ব সুন্নি আন্দোলন চট্টগ্রাম জেলার শোভাযাত্রা

সত্য ও জীবনের উপলব্ধির জন্য অতি অপরিহার্য মৌলিক বিষয় পবিত্র ঈদে মেরাজুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহান তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে শোভাযাত্রা ও সমাবেশ করেছে বিশ্ব সুন্নি আন্দোলন চট্টগ্রাম জেলা শাখা।

সোমবার বিকাল ৪ টায় চট্টগ্রাম পুরাতন রেলস্টেশন থেকে শোভাযাত্রা টি শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লালদীঘি চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ, সালাতু সালাম ও দোয়া মুনাজাতের মাধ্যমে শেষ হয়। বিশ্ব সুন্নী আন্দোলন চট্টগ্রাম জেলার নেতা আল্লামা আরেফ সারতাজের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলার নেতা আল্লামা ইলিয়াস শাহ্, আল্লামা শেখ নাইমউদ্দিন, আল্লামা রেজাউল কাওসার।

বক্তারা বলেন, মহান মেরাজ শরীফ প্রিয়নবীর নিকট স্বয়ং আল্লাহর মহিমাময় প্রত্যক্ষ প্রকাশ এবং প্রিয়নবীর মাধ্যমে সমগ্র সৃষ্টির নিকট রহমতময় পরোক্ষ প্রকাশ।

আল্লাহ তাঁর অসীম ক্ষমতায় মহান প্রিয়নবীকে স্থান কালের উর্ধ্বে তাঁর পরম নৈকট্যে পৌঁছিয়ে তাঁর পবিত্র মহাসত্তার নূর ও তাজাল্লিতে মিলিত করে সমগ্র মানবমন্ডলীর জন্য সত্যের আলো, জীবনের কেন্দ্র এবং সর্বজ্ঞান, সর্বগুণ ও সর্বকল্যাণের উৎসরূপে প্রকাশ করেছেন।

মেরাজ শরীফ মহান প্রিয়নবীর সাথে প্রত্যক্ষ সাক্ষাতের মাধ্যমে আল্লাহ স্বয়ং প্রকাশ যা সমগ্র সৃষ্টির জন্য অসীম রহমত ও দিশার উৎস, যে শোকরিয়া না হলে নাফরমানী হবে। তবে রমজান ও কোরবাণীর ঈদের মত ঈদে আজম ও ঈদে মেরাজ হুকুমগত বিধিবদ্ধ নির্ধারিত পদ্ধতিগত ঈদ নয়, ঈমানী হৃদয়ের ঈদ—ঈমানী প্রাণের ঈদ—অসীম প্রেমের ঈদ, যার সাথে অন্য কোন আমলগত বিষয়ের তুলনা চলেনা, যা অন্য সবকিছুর উৎস।

সেইসাথে, দুনিয়াব্যাপী মিথ্যা ও অবিচারের ধারক নানাবিধ অপশক্তির গ্রাসে রূদ্ধ সত্য ও বিপন্ন জীবনের মুক্তি সাধনায় মহান ঈদে মেরাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামের শিক্ষা ও নির্দেশনার বাস্তবায়নে প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রদত্ত সর্বজনীন মানবিক সমাজ- রাষ্ট্র- বিশ্বব্যবস্থার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সত্য ও মানবতায় বিশ্বাসী সকল মানুষের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial